শনিবার, ২৫ জুন, ২০১৬

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন

ব্রিটেন আলাদা হলে বাংলাদেশের কি?
ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে গেছে তাতে আমাদের কি?
ব্যাপারটা কি এতই সহজ? একবার দেখি আসলে আমাদের কি?

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে ব্রিটেন থেকে।
ইউরোপে সবচেয়ে বেশি বাংলাদেশি ইমিগ্রান্ট আছেন ব্রিটেনে।
ইউরোপের যে দেশ থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটান্স আসে তার নাম ব্রিটেন।
সুতরাং ব্রিটেনের ঝড় হলে তার কিছু হাওয়া আমাদের গায়ে লাগবে বৈকি।

অনেকের কাছে ব্রিটেন আর ইংল্যান্ড সমার্থক মনে হলেও ব্রিটেনের রাজনৈতিক গঠন আমাদের কাছে একটু কিম্ভুত ঠেকতে পারে। একবাক্যে বললে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড আর ওয়েলস এই চারটি সাংবাধানিক রাষ্ট্রের সমন্বয় হল ব্রিটেন।

ইউরোপীয় ইউনিয়নের কিছু মৌলিক সিদ্ধান্তের মাঝে আছে নিজ নিজ দেশের মুদ্রা ব্যবস্থার অবলুপ্তি ঘটিয়ে একক মুদ্রা ইউরো প্রচলন, বানিজ্য ক্ষেত্রে মুক্ত বানিজ্য নীতি গ্রহণ, ইউরো ভুক্ত দেশের নাগরিকদের অন্য দেশে ভ্রমন ও কাজের ক্ষেত্রে ভিসা ও অন্যান্য জটিলতা নিরসন। এছাড়াও নীতিগত অনেক সিদ্ধান্ত একক ভাবে গ্রহন না করে ইউনিয়নভুক্ত সকল দেশ একত্রে গ্রহন করে।

তবে শুরু থেকে ব্রিটেন ইউরো মুদ্রা গ্রহনে অস্বীকৃতি জানিয়ে নিজের মুদ্রা পাউন্ড বহাল রাখে। এই সুযোগে অনেকে প্রশ্ন করে বসতে পারে ব্রিটেন কি আগে থেকেই বের হয়ে যাবে এমন ধারনা মনে পুষে রেখেই ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছিল?

বিশ্বনেতৃবৃন্দ সবাই আগে থেকে বক্তৃতা বিবৃতি চালিয়ে গেছে ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে। দীর্ঘদিন ধরে একটা কাঠামোগত অবস্থানে থেকে যে অভ্যস্ততা সবার মাঝে ছিল হঠাত সেই কাঠামোর ভাঙ্গন হতবাক করে দিয়েছে অনেককেই। কোন রাখঢাক না করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপ সহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া কানাডা ও অন্যান্য উন্নত দেশের রাষ্ট্রনায়কেরা। অনুন্নত দেশের প্রতিক্রিয়াও আছে, তবে রথী মহারথীদের ভিড়ে আমাদের সৈয়দ আশরাফ লন্ডনে বাঙ্গালী কমিউনিটিকে যেভাবে ইউরোপীয় ইউনিয়নে থেকে যাবার পক্ষে ভোট দিতে বলেছিলেন তা বিশ্ব মিডিয়া এড়িয়ে গেলেও গুরুত্বের সাথে প্রকাশিত হয় আমাদের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে।

ব্রিটেনের আরেক অংশ স্কটল্যান্ড শুরু থেকেই এই বিচ্ছেদ বিরোধী। ফলাফলের প্রতিক্রিয়ায় স্কটল্যান্ড আবার ব্রিটেন থেকে আলাদা হবার ইস্যু সামনে তুলে এনেছে। শেষ পর্যন্ত কি হবে তা বলার সময় এখনও আসেনি। তবে এই ঝড় এত অল্পে থামবে বলে মনে হয় না। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়।
Collected

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন